National

শচীন-পন্টিং ৪ দিনের টেস্ট চান না

গোলাপি বলে ফ্লাডলাইটের আলোয় দিবারাত্রির টেস্ট ম্যাচ শুরু হয় ২০১৫ সালে। ওই ঐতিহাসিক টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। কিন্তু বর্তমানে টেস্ট ক্রিকেট নিয়ে নানা সংস্কার শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। এরই অংশ হিসেবে টেস্ট ম্যাচের সময় পাঁচ দিনের পরিবর্তে চার দিনে নামিয়ে আনতে চায় আইসিসি। এই পরিকল্পনা মাথায় রেখেই এগোচ্ছে তারা। তাদের পরিকল্পনা, ২০২৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো ৪ দিনে শেষ করা। তবে আইসিসির এমন পরিকল্পনাকে মেনে নিতে পারেননি কিংবদন্তী ক্রিকেটারদের অনেকেই। এবার এই নিয়মের বিপক্ষে প্রতিক্রিয়া জানালেন ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়া ব্যাটিং গ্রেট রিকি পন্টিংও। তারা চান না, টেস্টের ব্যাপ্তি ৫ দিন থেকে ৪ দিনে নেমে আসুক।

শচীন বলেন, ‘পুরনো বল স্পিনাররা বল করতে চায়। পঞ্চম দিনের পুরনো উইকেটে তারা সুবিধা পায়। এগুলো সবই তো টেস্ট ক্রিকেটের অংশ। তাদের এই সুবিধা কেড়ে নেওয়া কি উচিত? টি-টোয়েন্টি আছে, ওয়ানডে আছে, এখন টি-টেনও আছে। টেস্ট ক্রিকেটের সবচেয়ে শুদ্ধ ফরম্যাট, একে পরিবর্তন করা উচিত নয়। তার চেয়ে আইসিসির উচিত যেসব উইকেটে খেলা হয় তার মান উন্নতির দিকে নজর দেওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button