Life Style

ডোমেইন নেইম কি তা নিয়ে বিস্তারিত আলোচনা

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাম ভালো আছি । বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারো নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি,, অনেকেই আমরা জানি যারা জানেন না তাদের জন্য আজকের এই আলোচনা শুধুমাত্র নতুনদের জন্য আজকের আলোচনা আর আমার এই আলোচনার মধ্যে কোন ধরনের ভুল থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদের ভুলগুলো জানিয়ে দিবেন সংশোধন করার চেষ্টা করব

আমরা হইতো বা জানি অনেকেই যে ডোমেইন নেইম কি, আবার অনেকেই আছি যারা আমরা এখনো জানিনা আসলে ডোমেইন নেইম কি। তো আজকের এই টিউটীরিয়াল টা শুধু তাদের জন্য আর যারা জানেন তারা নিজের রুচি অনুযায়ী পড়লে আশাকরি খারাপ হবে না।আসলে ডোমেইন নেইম কি?  বর্ত্মানে প্রায় সব ধরনের বিজনেস এ একটা ওয়েব সাইট থাকে।আর এই ওয়েভসাইটের যে নামটা থাকে তাকেই বলা হয় ডোমেইন নেইম

আপনি যখন নতুন বিজনেস শুরু করতে যাবেন তখন অবশ্য এই সমস্যায় অনেকেই পড়েছেন ভালো একটা ডোমেইন নেম খুঁজে বের করার। কিন্তু দেখা যায় ভালো ডোমেইন পাওয়ার পরও সেটা অ্যাভেলেবল থাকে না আর এভেলেবেল থাকলেও প্রিমিয়াম লেভেলের থাকে। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ডোমেইন রয়েছে যেমন .com / .net  .org / .edu. / .in ইত্যাদি। এরমধ্যে টপ ডোমেইন নেম হলো .com / .net  .org। চেষ্টা করবেন এই তিনটি নামের মধ্যে আপনার ডোমেইনটি নেওয়ার জন্য। আপনার প্রতিষ্ঠানে যদি কোন ধরনের অরগানাইজেশন হয় তাহলে .org, নেবেন একান্তই যদি প্রয়োজন পড়ে তাছাড়া বেশিরভাগ চেষ্টা করবেন .comডোমেইন নেয়ার জন্য। ডোমেইন নেইম নেওয়ার ক্ষেত্রে প্রথম  এবং গুরুত্বপূর বিষয় হলো কি ওয়ার্ড সিলেক্ট করবেন কেননা আপনার সিকিউরিটি হবে ডোমেইন নেম নেওয়ার ক্ষেত্রে  অবশ্যই কি ওয়ার্ডটি ব্যবহার এমন ভাবে বাছাই করতে হবে যাতে এটি সহজ মনে থাকে ধরুন আপনি আপনার ফ্রেন্ড কে বলতেছেন সে যেন এক কথায় মনে রাখতে পারে এবং সহজে সার্চ করে লিখতে পারে এখন আপনি যদি একটা কিওয়ার্ড নেন খুবই আনকমন যেমন দোতারাক্ষর্ভ বা কিন্তু এটি যদি সে বানান করতে না পারে বা লিখতে না পারো তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট খুঁজে পাবেনা ।তাই অবশ্যই বাছাই করার সময় এমন একটি নাম নিবেন যেটি সহজে সবার মনে থাকে অবশ্যই দুটি কি ওয়ার্ড হতে হবে আপনার সাইটে যদি সম্পূর্ণ বাংলাদেশ কেন্দ্রিক হয়ে থাকে তাহলে বাংলাদেশেরর.com.bd নেওয়ার চেষ্টা করবেন

আজ এই পর্যন্তই আশা করি আজকের এই আলোচনা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে প্রিয় বন্ধুরা আজকের এই আলোচনা আপনাদের কাছে ভাল লেগে থাকলে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা এরকম মজার মজার আরো  পেতে আমাদের সাথেই থাকতে হবে প্রিয় বন্ধুরা টেকনোলজি রিলেটেড যে কোন প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন আমরা আপনার যে কোন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব  ইনশাআল্লাহ আপনারা কোন ধরনের টপিক নিয়ে পড়তে চান তা আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা আপনার পছন্দ অনুযায়ী আলোচনা নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ লাহি ওয়া বারাকাতু

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button