NationalSports

করোনা আতঙ্কে এবার ইংলিশ প্রিমিয়ার লিগ স্থগিত

করোনাভাইরাস আতঙ্কে অচল হয়ে পড়ছে ফুটবল বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে বেশ কিছু টুর্নামেন্ট। আবার বাতিল করা হলো গুরুত্বপূর্ণ ম্যাচও। এবার সেই তালিকায় যোগ হলো ইংলিশ প্রিমিয়ার লিগও। আগামী ৪ এপ্রিল পর্যন্ত ইংল্যান্ডে শীর্ষ লিগের সব খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইংলিশ ফুটবলের পরিচালনা পরিষদ।

গতকাল শুক্রবার এক জরুরি বৈঠকে স্থগিতের এ সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তৃপক্ষ। তবে স্থগিত থাকা ম্যাচগুলো কখন অনুষ্ঠিত হবে তা পরিস্কার করে জানানো হয়নি।

এদিকে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, আগামী ২৭ ও ৩১ মার্চ ইতালি এবং ডেনমার্কের বিপক্ষে ওয়েম্বলিতে ইংল্যান্ডের যে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল তাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পুরুষ ও নারীদের এফএ কাপও বন্ধ রাখা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয় ইতালিয়ান সিরি ‘এ’, স্প্যানিশ লা লিগা। এছাড়া দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ বাছাই পর্বের ১০টি ম্যাচও স্থগিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button